July 1, 2024 7:15 pm

১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 1, 2024 7:15 pm

১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Wheather updates:বাব বার কথা দিয়েও আসেনি বর্ষা। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Monsoon did not come even after talking about it. The weather office has predicted stormy rain in the district from Thursday.

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

বাব বার কথা দিয়েও আসেনি বর্ষা। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।দীর্ঘ অপেক্ষার অবসান! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়।

সকাল থেকেই আকাশের মুখ ভার। শহরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছেন হওয়া অধিকর্তা শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার সর্তকতা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৭ শতাংশ।

পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top