June 29, 2024 3:22 pm

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

June 29, 2024 3:22 pm

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Vijay Mallya:দেশে কোটি কোটি টাকার প্রতারণা! ছেলের বিয়েতে খোশমেজাজে অভিযুক্ত বিজয় মালিয়া।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Fraud of billions of dollars in the country! Vijay Mallya accused of being in a good mood at his son’s wedding.

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

আমেরিকার বাসিন্দা জসমিনকে বিয়ে করেছেন মালিয়াপুত্র। ২০২৩ সালে দুজনের বাগদান হয়েছিল। তাঁর অন্তত এক বছর আগে থেকে রয়েছে সম্পর্কে। ‘হ্যারি পটার’-এর জাদুর দুনিয়া খুব ভালোবাসেন সিদ্ধার্থ ও জসমিন। প্রথমে খ্রিস্টান মতে বিয়ে সারেন তাঁরা। তার পর অগ্নিসাক্ষী রেখেও বাঁধেন গাঁটছড়া।

প্রসঙ্গত,২০১৬ সালের ২ মার্চ মালিয়ার বিরুদ্ধে কয়েকটি পাবলিক সেক্টর ব্যাঙ্ক মামলা দায়ের করলে তিনি দেশ থেকে ফেরার হন। ভারত সরকার ইতিমধ্যেই মালিয়াকে দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিভিন্ন ধরনের আইনি মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি। এদিকে বিদেশে ছেলের বিয়েতে দিব্যি স্যুট-বুট পরে পৌঁছে গিয়েছেন তিনি। যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে নেটিজেনদের দাবি, এ ছবি সিদ্ধার্থের বিয়েতেই তোলা।

একটা সময় ছিল যখন শিল্পপতি বিজয় মালিয়ার সংগ্রহে ছিল ২৫০টি ক্লাসিক গাড়ি, একটি ব্যক্তিগত বিমান, একটি কাস্টোমাইজ করা বোয়িং ৭২৭ বিমান, ইয়ট এবং ২০০টি ঘোড়া। আইপিএল-এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দল প্রথমে তিনিই কিনেছিলেন। ২০০৫ সালে তিনি কিংফিশার এয়ারলাইন্স স্থাপন করেন। এর ঠিক ২ বছর পরে মালিয়া কিনে নিয়েছিলেন ভারতের প্রথম কম খরচের বিমান সংস্থা এয়ার ডেকান। তবে ২০১২ সাল নাগাদ মাত্রাতিরিক্ত ঋণের বোঝার কারণে বন্ধ হয়ে যায় কিংফিশার। দিতে পারেননি কর্মীদের মাইনেও পালিয়েছে বিদেশে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top