July 6, 2024 5:40 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 5:40 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Unnatural death: কলকাতায় বাংলাদেশি এমপি খুন, নিউটাউনের এক আবাসনে রক্তের দাগ, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Bangladesh MP Anwarul Azim ‘murdered’ when he came to India for treatment. Bloodstains found in Newtown luxury residence

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন আওয়ামী লীগের সাংসদ আনওয়ারুল আজিম। গত ১২ মে আনওয়ারুল চিকিৎসা করাতে ভারতে আসেন। তার দু’দিন পর থেকেই আর তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি। ১৪ মে থেকে তাঁর ফোনও ‘সুইচড অফ’ ছিল। কলকাতায় চিকিৎসা করাতে এসে কি রহস্যমৃত্যু হল বাংলাদেশের সাংসদের?

পুলিশ সূত্রে খবর, শেষবার তাঁর মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে এর পর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও বিধাননগর পুলিশ। তদন্তে নেমে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকেই দাবি করা হচ্ছে, খুন করা হয়ে থাকতে পারে ওই সাংসদকে।

সূত্রের খবর, বুধবার ভোরে নিউটাউন থানার পুলিশ এলাকার একটি অভিজাত আবাসনে হাজির হয়। যে ফ্ল্যাটে আনওয়ারুল ছিলেন বলে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে। চলে আসেন ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার বিশেষজ্ঞ এবং রক্তের দাগ সংগ্রহের বিশেষজ্ঞেরা। অস্থায়ী ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটটি। আবাসনে ঢোকা-বেরোনোর ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, খুনই হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনওয়ারুল। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে এই দাবি তিনি করেছেন। ভারতীয় পুলিশ যে তথ্য আমাদের দিয়েছিল, বাংলাদেশের পুলিশ সেই তথ্য হাতে নিয়ে তিন জনকে ধরেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top