July 6, 2024 4:21 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 4:21 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Trains canceled on Sealdah Main branch:শনিবারের পরে রবিবার শিয়ালদা মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল চরম যাত্রী দুর্ভোগ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Several trains canceled on Sealdah Main branch on Sunday after Saturday causing extreme passenger suffering

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাব-অর্ডিনেট ফুড সাপ্লাইস সার্ভিসে সাব-ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষার দিনে চরম দুর্ভোগে পরীক্ষার্থীরা।

১) আপ ৩৩৫১৩ – সকাল ৬:১২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫২৭- দুপুর ২:৫৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৫৩৪-বিকেল ৫:৫২ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৫২৬- দুপুর ১: ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

শিয়ালদহ-হাবড়া শাখা

১) আপ ৩৩৬৫১-ভোর ৪:৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৬৫৫-সকাল ১১:২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৬৫২- সকাল ৬:৩৭ মিনিটে হাবড়া থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৬৫৬-বেলা ১২:৪৭ মিনিটে হাবড়া থেকে ছাড়ে।

শিয়ালদহ-ডানকুনি শাখা

১) আপ ৩২২১১- ভোর ৪:০৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) আপ ৩২২১৫- সকাল ৫:৪২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৩) আপ ৩২২১৭- সকাল ৬:০৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৪) আপ ৩২২১৯- সকাল ৬:৪৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৫) আপ ৩২২২৩- সকাল ৮:২৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৬) আপ ৩২২২৭- সকাল ৯:৫২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৭) আপ ৩২২৩১-বেলা ১০:৫২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৮) আপ ৩২২৩৫- দুপুর ১:২৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

৯) আপ ৩২২৩৯- বিকেল ৪:০৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১০) আপ ৩২২৪৩- সন্ধ্যা ৬:০৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১১) আপ ৩২২৪৭-রাত ৯:৩৪ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

১২) ডাউন ৩২২১২- ভোর ৫:০৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৩) ডাউন ৩২২১৬-ভোর ৬:৩৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৪) ডাউন ৩২২১৮- সকাল ৭:০২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৫) ডাউন ৩২২২০- সকাল ৭:৪৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৬) ডাউন ৩২২২৪- সকাল ৯:৫০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৭) ডাউন ৩২২২৮- সকাল ১১:০৩ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৮) ডাউন ৩২২৩২-সকাল ১১:৫৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

১৯) ডাউন ৩২২৩৬- দুপুর ২:২২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২০) ডাউন ৩২২৩৮-বিকেল ৪:২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২১) ডাউন ৩২২৪০-বিকেল ৫:১০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

২২) ডাউন ৩২২৪৬- সন্ধ্যা ৭:১৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে।

শিয়ালদহ-বনগাঁ শাখা

১) আপ ৩৩৮৪৩- বিকেল ৫:১১ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮৫৪-রাত ৮: ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

শিয়ালদহ-কাটোয়া শাখা

১) আপ ৩১১১১-সকাল ৮:০৬ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়ে।

২) ডাউন ৩১১১২- দুপুর ৩:৫৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়ে।

শিয়ালদহ-বজবজ শাখা

১) আপ ৩৪১১৭-সকাল ৮:০৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

২) আপ ৩৪১৫৭-রাত ৮:৫৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

দমদম জংশন-বারাকপুর শাখা

১) আপ ৩৩২৩১- সন্ধ্যা ৬:১৭ মিনিটে বারাকপুর থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩২৩২- সন্ধ্যা ৬:৫২ মিনিটে বারাকপুর থেকে ছাড়ে।

এছাড়াও শিয়ালদহ নৈহাটি শাখায় আপ ও ডাউন মিলিয়ে ২২টি ট্রেন বাতিল থাকবে। মাঝেরহাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর রুটেও একাধিক ট্রেন বাতিল থাকছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top