July 6, 2024 4:30 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 4:30 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Shreyas, Ishaan are dropping out :কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন শ্রেয়াস, ঈশান

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Shreyas# and# #Ishaan# #are# #dropping# #out# #of# #central# #contracts

Shreyas Iyer and Ishan Kishan are set to be dropped from BCCI’s central contract

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যেতে চলেছেন শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ। বেশ কয়েকবার বোর্ডের তরফ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছিল ঘরোয়া লিগের ম্যাচে খেলার জন্য। রণজি ট্রফিতে, বোর্ডের স্পষ্ট নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খেললেনি শ্রেয়স এবং ইশান। ফলও হাতে নাতেই পাচ্ছেন তারা। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ প়ড়তে চলেছেন এই দুই ব্যাটার। ভারতের কোচ রাহুল দ্রাবিড় প্রথম জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলে খেলতে গেলে রণজিতে খেলতেই হবে ক্রিকেটারদের। তার পরামর্শকে গুরুত্বই দেননি কিশান। রাচির হয়ে মাঠে নামেননি। বরোদার বিপক্ষে রণজির নকআউট ম্যাচে মাঠে নামেননি মুম্বইয়ের শ্রেয়স আইয়ার। এরপর বিসিসিআই সচিব জয় শাহ, স্পষ্টই জানিয়েছিলেন জাতীয় দলে খেলতে গেলে ক্রিকেটারদের খেলতেই হবে রণজিতে। এখানেও তার বার্তাকে তোয়াক্কা না করেই মাঠে নামেননি দুজনে। ফলও এল হাতে নাতেই। শ্রেয়স আইয়ার বলেছিলেন, পিঠে ব্যথার জন্য ইংল্যান্ড সিরিজের শেষ তিন টেস্টে খেলতে পারবেন না তিনি। তবে এনসিএর মেডিকাল হেড নীতিন পাতেল স্পষ্টতই বিসিসিআইকে জানিয়ে দেন যে শ্রেয়সের দাবি করা চোটের বিষয় তারা অবগত নয়। এবং বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, শ্রেয়স ম্যাচ ফিট। এরপরই বোর্ডের কোপ নেমে আসে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের ওপর। অজিত আগরকারের নেতৃত্বাধিন নির্বাচক কমিটি যে তালিকায় তৈরি করেছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের, সেই তালিকায় নামই রাখা হয়নি এই দুই ক্রিকেটারদের। ইশান কিষাণ এর আগে বার্ষিক 1 কোটি টাকা পেতেন বোর্ডের তরফে। এদিকে শ্রেয়স আইয়ার বোর্ডের বি গ্রেডে থাকায়, তিনি পেতেন বার্ষিক 3 কোটি টাকা। আইপিএল খেলে দুই ক্রিকেটারই এর থেকে অনেক বেশি আয় করেন। তবে তাদের যে মানসিকতা বোর্ডের নিয়মকে তোয়াক্কা না করার দেখা গেল, তাতে তাদের জাতীয় দলে ফেরাও যে প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top