June 29, 2024 4:05 pm

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

June 29, 2024 4:05 pm

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Parliament session:সংসদ অধিবেশনের শুরুতেই রণংহদেহি বিরোধীরা।সোনিয়া গান্ধী থেকে সুদীপ প্রতিবাদ বিক্ষোভ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

At the beginning of the Parliament session, Rananghdehi opposition. Sonia Gandhi to Sudeep protest demonstration.

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:ভিন্ন ভিন্ন ইস্যুতেই নতুন সরকারের বিরোধিতা শুরু হয় সোমবার সকাল থেকে। সংসদ অধিবেশনের শুরুতেই রণংহদেহি বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং সাংসদ পদে শপথ নিচ্ছেন তখন লোকসভা নতুন ভবনের বাইরে সোনিয়া গান্ধী থেকে সুদীপ প্রতিবাদ বিক্ষোভ।কেন কংগ্রেসে আটবারের সাংসদ কে সুরেশকে বাদ দিয়ে প্রোটেম স্পিকার ৭বারের ভর্তৃহরি মহতাব? এই প্রশ্ন তুলে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা প্রতিবাদে শামিল হন। রাহুল গান্ধীর অভিযোগ, মোদি-শাহরা দেশের সংবিধানের উপর আঘাত হানতে চাইছেন, কিন্তু কোনও ক্ষমতা, কোনও শক্তিই সংবিধানকে ছুঁতে পারবেন না।

প্রতিবাদে সামিল বিরোধী ইডিয়া জোট।
সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভে শামিল বিরোধী ইন্ডিয়া জোট। প্রতিবাদে কংগ্রেসের সোনিয়া গান্ধী থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। আশঙ্কাই সত্যি হল। দিল্লিতে ১৮ তম সংসদ অধিবেশনের প্রথম দিন ঝড় তুললেন বিরোধীরা। সরকারকে চাপে ফেলতে সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভে শামিল বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নবনির্বাচিত বাপি হালদার সকলেই নামলেন প্রতিবাদে। সঙ্গী অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। তাঁদের দাবি, ”সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top