July 8, 2024 12:40 pm

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 8, 2024 12:40 pm

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

NEET – PG exam 11 Aug: স্থগিত হয়ে যাওয়া NEET-PG অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ আগস্ট

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The postponed NEET-PG is scheduled to be held on August 11.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: স্থগিত হয়ে যাওয়া NEET-PG অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ আগস্ট। এমনই সিদ্ধান্ত হয়েছে। এর আগে কেন্দ্র ঠিক করে পরীক্ষার মাত্র ২ ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। কেন্দ্রীয় সরকার এবং এনবিই বা দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন সূত্রে এই খবর জানা গিয়েছিল। চলতি মাসেই নিট-পিজির আয়োজন হবে জানা গিয়েছিল।এবার পরীক্ষার দিনক্ষণ জানা গেল। ১১ আগস্ট হবে পরীক্ষা। প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে।

এবছর ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET-PG পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগেরদিন রাতে তা স্থগিত হয়ে যায়। প্রশ্নফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল বলে বলা হয় বিভিন্ন মহল থেকে। যদিও কেন্দ্রের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। দেশজুড়ে বিতর্কের আবহে এই পরীক্ষা স্থগিত হতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে নামে বিরোধীরা। কেন্দ্রীয় সরকার নির্লিপ্ত রয়েছে বলে অভিযোগ তুলে ‘‌অযোগ্য’‌ বলে খোঁচা দেন রাহুল গান্ধি।

২৩ জুনের আগে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। আগেরদিন রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, এনটিএ-এর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে NEET-PG পিছিয়ে দেওয়া হচ্ছে। পুরো পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই নতুন দিন জানানো হল।

এর আগে, NEET-PG-র আয়োজক প্যানেল ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ ২১ জুন পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, সমাজমাধ্যমে কেউ বা কারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছেন। তাঁদের পাতা ফাঁদে যেন কেউ পা না দেন— পড়ুয়াদের সে কথাই জানিয়েছিলেন কর্তৃপক্ষ। প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা NEET-PG-র আগে রুটিনমাফিক নজরদারি চালিয়েছিল। সেখান থেকেই জানা গিয়েছে, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে। এবার সমস্ত আয়োজন সেরে নিয়ে আগামী ১১ আগস্ট হতে চলেছে পরীক্ষা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top