July 8, 2024 12:31 pm

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 8, 2024 12:31 pm

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

LK Advani: অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছুটি পেলেন এলকে আডবাণী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Condition stable, LK Advani discharged from hospital

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির প্রবীন নেতা লালকৃষ্ণ আডবাণী। এমনিতে বার্ধক্যজনিত সমস্যায় ভুগলেও বুধবার রাতে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্নায়ুরোগজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়, ছিলেন চিকিৎসক বীনিত সুরির তত্ত্বাবোধানে। অবস্থার উন্নতি হওয়ায় প্রবীন এই নেতাকে আর হাসপাতালে রাখতে চাননি চিকিৎসকরা। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু ফের অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশেষে ফের বাড়ি ফিরলেবন তিনি, যা শুনে স্বস্তি পেল বিজেপির সমর্থকরা। দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বুধবার রাত 9টা নাগাদ ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷দিন কয়েক আগেও অসুস্থ হয়ে পড়েন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সেবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ৷ বার্ধক্যজনিত সমস্যা নিয়েই নবতিপর এই বিজেপি নেতা হাসপাতালে ভর্তি হন ৷ তবে দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন বিজেপি নেতা ৷ তার ফলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্য়েই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আদবানি ৷ অ্যাপোলো হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে ৷

চলতি বছর মার্চে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয় ৷ আদবানির শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top