July 6, 2024 4:54 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 4:54 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Jadavpur University : জে.ইউ-র অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, বন্ধ সেমিস্টারের পরীক্ষা!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Semester# #exam# #closed# #Jadavpur# #due# #to# #allegations# #of# #sexual# #harassment

Allegations of sexual harassment against the professor of J.U, closed semester examination!

কলকাতা

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। তাঁর অভিযোগ,পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে যৌন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের বক্তব্য, মিথ্যা কথা বলছে ওই ছাত্রী। অভিযোগ ও পাল্টা অভিযোগে এই আবহে একটি বিশেষ বিভাগের প্রথম বর্ষের প্রথম সিমেস্টারের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।  ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের বাকি পরীক্ষা বিশেষ কারণে স্থগিত করা হচ্ছে। কবে থেকে ফের পরীক্ষা, সে বিষয়েও কিছু জানানো হয়নি ওই বিজ্ঞপ্তিতে।ওই বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অভিযোগকারিণী ওই ছাত্রী।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ করেছিলেন এক ছাত্রী। অভিযোগের কথা ইমেল করে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। তাতে তিনি জানিয়েছিলেন, অভিযুক্ত অধ্যাপক পরীক্ষার দিন তাঁকে হল থেকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে শারীরিক নির্যাতনও করেন। এছাড়া পরীক্ষার খাতায় নকল করার মিথ্যা অভিযোগ করে ক্লাসের মধ্যে সকলের শারীরিক তল্লাশি দিতে বাধ্য করেছেন।

যদিও বিভাগের প্রধান অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী পরীক্ষা স্থগিতের খবর নিশ্চিত করলেও আপাতত সাম্প্রতিক ওই অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি। যাদবপুর বরাবরি খবরের শিরোনামে থাকে। আগও দেখেছি পড়ুয়াদের সঙ্গে মানসিক ও শারিরীক অত্যাচার(ragging)নিয়ে। যৌন হেনস্তার এই ইস্যুতে ফের তোলপাড় বিশ্ববিদ্যালয়। যাদবপুরের এই ঘটনা নিয়ে শুক্রবার সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top