July 6, 2024 7:02 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 7:02 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

High Court: ফের অম্বিকেশ কাণ্ডের ছায়া রাজ্যে, মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার! তীব্র ভৎসনা হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A person arrested for commenting on social media against the minister! Strong rebuke of the High Court

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের অম্বিকেশ কাণ্ডের ছায়া রাজ্যে। মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল শিবপুর থানার পুলিশ। নিছক সোশ্যাল মিডিয়ায় কমেন্টের জন্য এক ব্যক্তিকে এভাবে গ্রেফতার করা নিয়ে চূড়ান্ত ক্ষেপ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এবং পুলিশের অতিসক্রিয়তাকে কেন্দ্র করে রাজ্যকে চূড়ান্ত ভৎসনা করে ওই ব্যক্তিকে আজ বুধবার বিকেল পাঁচটার মধ্যে নিঃশর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

ঘটনার সূত্রপাত গত ২৪ জুন তারিখে। ঐদিন রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া য় ওই বৈঠক লাইভ দেখানো হচ্ছিল। সে সময় হাওড়ার বাসিন্দা শাহিন সুলতান নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী অরূপ রায় বিরুদ্ধে ওই এলাকায় ১২ কাটার একটি পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগ করে কমেন্ট করেন। অভিযোগ এরপরই তার কাছে হুমকি ফোন আসতে শুরু করে। এবং গত ২৮ জুন তার বাড়িতে বেশ কিছু ব্যক্তি চড়াও হয়ে তাকে ঐ কমেন্ট তুলে নিয়ে ক্ষমা চাওয়ার জন্য শাসানি দেয়। এরপর তিনি শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ওই ব্যক্তির দাবি তার অভিযোগের ভিত্তিতে কোন এফ আই আর রুজু না করে গত ৩০ জন তারিখে উল্টে তাকেই গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি মন্ত্রী অরূপ রায়ের মানহানি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৎক্ষণাৎ তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন বিচারপতি অমৃতা সিনহার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, সম্পূর্ণ অনৈতিকভাবে এক ব্যক্তিকে নিছক সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের তরফে এডভোকেট জেনারেল পাল্টা দাবি করেন ওই ব্যক্তির বিরুদ্ধে মানহানির অভিযোগ রয়েছে। তাছাড়া পুলিশ তাকে ৪১ এ ধারায় নোটিশ দেওয়ার সময় তিনি পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন তাই তাকে গ্রেফতার করা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার অধিকার কি কোন ব্যক্তির নেই? সমস্ত ক্ষেত্রে কি পুলিশ এরকম সক্রিয়তার সঙ্গে কাজ করে? কেন এই ব্যক্তিকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো না? এটা স্পষ্টতই পুলিশের অতি সক্রিয়তা। তাই অবিলম্বে ওই ব্যক্তিকে বিকেল পাঁচটার মধ্যে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এছাড়াও ঘটনার দিনের শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top