July 6, 2024 5:59 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 6, 2024 5:59 am

২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

BJP leader suspended:দল বিরোধী কার্যকলাপের জেরে সাময়িক বরখাস্ত বিজেপির অভিজিৎ দাস (ববি)

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

BJP’s Abhijit Das (Bobby) suspended for anti-party activities

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে এবার বিজেপির গোষ্ঠী দন্ড প্রকাশ্যে।২০২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল অভিজিৎ দাস, ওরফে ববিকে।আর সেই কেন্দ্রে এবার রেকর্ড মার্জিনে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের মার্জিন প্রায় ৭ লক্ষ ২৩ হাজার। আর এই কেন্দ্রে তৃণমূল জয়লাভের পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে আসছে বিজেপি।আর এমন পরিস্থিতিতে ভোট পরবর্তী পর্যায়ে ডায়মন্ড হারবারের পরিস্থিতি কি রয়েছে তার খতিয়ে দেখতে মঙ্গলবারই এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে চরম বিক্ষোভের মুখে পরতে হল, হেনস্থা হতে হল।আর এর নেপথ্যে রয়েছেন খোদ বিজেপি নেতা অভিজিৎ দাস।এমনি অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফে।আর সেই অভিযোগ পেয়ে তড়িঘড়ি এবার অভিজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিল বঙ্গ বিজেপি।একেবারে লেটার প্যাডে তাকে জানিয়ে দেওয়া হল সাময়িক ভাবে দলের সমস্ত রকম কাজ কর্ম থেকে দূরে থাকতে হবে অভিজিৎ দাস ওরফে ববিকে কারণ তাকে দল বিরোধী কার্যকলাপ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে হেনস্থার মধ্যে ফেলা এই একাধিক অভিযোগের কারণে আপাতত সাময়িক ভাবে বরখাস্ত করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ববি যেন কোন কাজেই না থাকেন, এমনি বার্তা রয়েছে। মঙ্গলবার দলীয় বৈঠক ছিল ডায়মন্ড হারবারে।

ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের কি ভাবে ঘরে ফেরানো যায় তা নিয়ে বৈঠকে আহ্বান করা হয়েছিল অভিজিৎ দাসকে।সেই বৈঠকে তো তিনি যাননি, অন্য ভাবে আবার যারা ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া তাদেরকেও বৈঠকে যোগ দিতে দেননি। শুধু তাই নয় নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় অনুপস্থিত থাকছেন অভিজিৎ দাস ওরফে ববি।তাই দল তাকে সাময়িক ভাবে বরখাস্ত করল, সুকান্ত মজুমদারের নির্দেশেই বরখাস্ত করা হল তাকে সাময়িক ভাবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top