July 3, 2024 8:22 pm

১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 3, 2024 8:22 pm

১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডন থেকে চিনকে বার্তা রাজনাথ সিং এর – ‘ভারত দুর্বল দেশ নয়’

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#RajnathSingh#india-china#message#london#

Rajnath Singh’s message to China from London – ‘India is not a weak country’

বিদেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করা হয়েছে। যা নিয়ে সরগরম হয়েছে কুটনৈতিক মহল। প্রশ্ন এখানেই যে হঠাৎ কেন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বেজিং? নতুন কি কোন কৌশল নিয়েছে চিন। কূটনৈতিক মহলে উঠেছে নানান প্রশ্ন। এই প্রেক্ষিতে মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্রিটেন সফরে গিয়েছিলেন রাজনাথ। লন্ডনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।সেখানে তাঁকে গ্লোবাল টাইমসের প্রতিবেদনটি নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দেন, গালওয়ান সংঘর্ষের পর চিন বুঝতে পেরেছে, ভারত দুর্বল দেশ নয়। পাশাপাশি তিনি বার্তা দেন যে, ভারতকে চোখ রাঙিয়ে চলে যাওয়া এখন আর সহজ নয়। তিনি আরও বলেন, ২০২০ সালে দুদেশের মধ্যে একটা সংঘর্ষজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের জওয়ানরা সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন। হয়তো সেই জন্যই ভারত সম্পর্কে চিনের চিন্তাভাবনার বদল ঘটেছে। আন্তর্জাতিক মহল বরবারই মনে করে এসেছে যে চিন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বী আছে। তবে প্রতিবেশী সব দেশের সঙ্গে ভারত সম্পর্ক ভালো রাখতে চাই।

জানিয়ে রাখা ভালো, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় (Galwan Valley) মুখোমুখি হয় ভারত (India) ও চিনের সেনাবাহিনী। দুপক্ষের জওয়ানদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা লড়াই চলে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর সেবারই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসতে হয় দুই দেশের সেনাবাহিনীদের। তাতে আঁচ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি। এই অবস্থায় চিনের মুখপত্রে ভারত তথা প্রধানমন্ত্রী মোদীজীর এহেন প্রশংসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top