July 1, 2024 6:30 pm

১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

July 1, 2024 6:30 pm

১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

Health : টনসিল অস্ত্রোপচারে মৃত্যু এক রোগীর, গাফিলতির অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#Patient#diesafter#tonsi#surgery#

Patient dies after tonsil surgery, nursing home accused of negligence

কলকাতা

 দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু হল বধূর। বাগুইআটির নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে ওই মৃতার পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে তুমুল বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজনেরা। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতার নাম মীনাক্ষী ঘোষ, বয়স উনিশ বছরের। তাঁর বাড়ি দক্ষিণ দমদম পুরসভা এলাকার মাঠকলের সুকান্তপল্লিতে। বাগুইআটির জোড়ামন্দির এলাকার এক নার্সিংহোমে গত বৃহস্পতিবার ভর্তি করানো হয় তাঁকে। রবিবার দুপুরে অস্ত্রোপচার হয় মীনাক্ষীর। গভীর রাতে নার্সিংহোম থেকে ফোন যায় বাড়িতে। পরিবারকে জানানো হয়, মীনাক্ষীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। এদিন নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি বলে অভিযোগ জানায়। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মীনাক্ষীর।  নার্সিংহোমের সামনে মীনাক্ষীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বাগুইআটি থানার পুলিশ সেখানে পৌঁছয়। যদিও তারা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেনি।

মৃতার স্বামী শিবশঙ্কর ঘোষ জানান, গলার ব্যথায় বেশ কিছুদিন কষ্ট পাচ্ছিলেন মীনাক্ষী। তাই স্ত্রীকে এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। শিবশঙ্করের কথায়, গলার ডান দিকের অংশটি ফুলে গিয়েছিল। ডাক্তারবাবু নার্সিংহোমে ভর্তি করাতে বলেন। জানান, টনসিলের অস্ত্রোপচার করতে হবে। বৃহস্পতিবার স্ত্রীকে সেখানে ভর্তি করানো হয়। রবিবার দুপুরে অস্ত্রোপচারের পরেও ঠিক ছিল। রাতে খবর আসে, শারীরিক অবস্থা সঙ্কটজনক। কি করে এসব ঘটে গেল, বুঝতে পারলাম না। ডাক্তারও কথা বলছেন না। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মীনাক্ষীর স্বামী।

তবে নার্সিংহোম সূত্রে জানা যাচ্ছে, মীনাক্ষীর রক্তে শর্করার পরিমাণ হঠাৎ খুব কমে গিয়েছিল। সেপটিক শকের কারণে মৃত্যু হয় তাঁর। তবে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top